স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। অথচ এই টুর্নামেন্টের আট দলের মধ্যে সাত দলের ১৩ তারকা ক্রিকেটারের কপাল পুড়েছে। শেষ মূহুর্তে গিয়ে তাদের খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্ব ক্রিকেটের ১৩ তারকা ছাড়াই বিশ্বের সেরাদের সেরা হওয়ার লড়াই হবে। তাতে কিছুটা হলেও আগ্রহ হারাবে সমর্থকেরা।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সবচেয়ে বেশি কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার। দলটির একাদশের নিয়মিত পাঁচ ক্রিকেটার বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। চারজন ইনজুরির জন্য, একজন নিজেকে স্বেচ্ছায় সরিয়ে নিয়েছেন। এই দুই জন করে বাদ পড়েছেন নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দল থেকে। একজন করে বাদ পড়েছেন আফগানিস্তান, ইংল্যান্ড ভারত ও পাকিস্তান থেকে। এসব দলের ১৫ জনের স্কোয়াডে তাই এসেছে বদল।
অস্ট্রেলিয়া:: চ্যাম্পিয়নস ট্রফির আগে ইনজুরিসহ নানা কারণে পাঁচ ক্রিকেটারকে হারিয়েছে দলটি। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শের মতো তারকা। মার্কাস স্টয়নিস হঠাৎ করে ওয়ানডে ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছেন। ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছে মিচেল স্টার্ক।
আফগানিস্তান: দলটি তাদের রহস্যময়ী স্পিনার মোহাম্মদ গাজানফারকে হারিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষের দুর্দান্ত করা এই স্পিনার খেলতে পারবেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শেষ মূহুর্তে এসে বাদ পড়েছেন তিনি। তাকে ধরা হচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের ট্রাম্প কার্ড। কিন্তু ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে পড়ে ছিলেন। তবুও চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে ছিলেন। তবে সুস্থ না হওয়ায় শেষ দিকে এসে ছিটকে গেলেন তিনি।
পাকিস্তান:: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানও বড় ধাক্কা খেয়েছে। পেসার হারিস রউফ চলমান ত্রিদেশীয় সিরিজে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন। তারও বদলী খেলোয়াড় নিতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।
ইংল্যান্ড: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইনজুরি সমস্যায় পড়েছে ইংল্যান্ডও। দলটির তরুণ তুর্কি জ্যাকব বেথেল চোটের কারণে দলে নেই। চলমান ভারত সফরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। শেষ দিকে এসে তিনিও মিস করছেন চ্যাম্পিয়ন্স ট্রফি।
দক্ষিণ আফ্রিকা: নিউজিল্যান্ডের মতো দু’জন ক্রিকেটারকে হারিয়েছে প্রোটিয়ারা। । ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই তারকা পেসার অ্যানরিখ নরকিয়াকে। তার বদলী হিসেবে দলে নেয়া জেরাল্ড কোয়েৎজেও পড়েন ইনুজরিতে। তিনিও বাদ পড়েন দল থেকে।
ভারত: পেস আক্রমণের সবচেয়ে বড় ভরসাকে হারিয়েছে ভারত। জাসপ্রিত বুমরাহ খেলতে পারছেন না চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের জন্য যা বড় দুশ্চিন্তার বিষয়। বিশ্বসেরা এই পেসার ভারতের জন্য ট্রাম্প কার্ড হতে পারতেন। অস্ট্রেলিয়া সফরে পিঠের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন তিনি। তার জন্য একদম অন্তিম সময় পর্যন্ত অপেক্ষা করেছে বিসিসিআই। তবে কাজ হয়নি।
নিউ জিল্যান্ড: অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড় ইনজুরিতে পড়েছে নিউ জিল্যান্ডের। আইএল টি- ২০তে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তারকা পেসার লোকি ফার্গুসন। সুস্থ থাকা রাচীন রবীন্দ্র গত শনিবার ক্যাচ ধরতে গিয়ে কপাল কেটে ইনজুরিতে পড়েন। আপাতত দু’জনেই বাদ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০