নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বিশাল জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ উইকেটে হারিয়েছে দলটি। দুর্দান্ত বোলিংয়ে শাইনপুকুরের হয়ে আলো ছড়িয়েছেন ফরহাদ রেজা, হাসান মুরাদ। এরপর ব্যাটিংয়ে মাহফিজুল আলো ছড়িয়েছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৪৫.৪ ওভারেই মাত্র ১৬১ রানে অলআউট হয়ে পড়ে দলটি। সর্বোচ্চ ৭০ বলে ২ চার ও ১ ছয়ে ৩৮ রান করেন নুরুজ্জামান। শরিফউল্লাহ ৩১, আজমীর ২৭ ও অধিনায়ক মার্শাল আইয়ূব ২৫ রান করেন।
শাইনপুকুরের হয়ে ৪টি করে উইকেট শিকার করেন হাসান মুরাদ ও অধিনায়ক ফরহাদ রেজা।
১৬১ রানের লক্ষ্য টপকাতে গিয়ে খুব একটা বেগ পোহাতে হয়নি শাইনপুকুরকে। দলীয় ৩৮ রানে রান আউটে ওপেনার জিসান আলমের (২০) বিদায়ে প্রথম উইকেট হারানোর পর ৬৯ রানের জুটি গড়েন মাহফিজুল ও অমিত হাসান। ৫৮ বলে ২ বাউন্ডারি ও ১ ছয়ে ৩৬ রান করে অমিত আউট হলে, সেই জুটি ভাঙে।
তবে এরপর আর কোনো উইকেট হারাতে দেননি মাহফিজুল ও প্রিয়াঙ্ক পানচাল। দুজনের ৫৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে ১০৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শাইনপুকুর। ফিফটি হাঁকিয়ে সর্বোচ্চ ৬৯ রান করে অপরাজিত থাকেন মাহফিজুল। ৮৭ বলের ইনিংস সাজান ৬ বাউন্ডারি ও ২ ছক্কায়। ২ ছয়ের মারে ৩১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন প্রিয়াঙ্ক।
অগ্রণী ব্যাংকের হয়ে একমাত্র উইকেট শিকার করেন জাহিদ জাভেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post