স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারী ভারত। কেপটাউনে মাত্র দেড় দিনে শেষ হওয়া এই টেস্টে সর্বমোট ৬৪২ বল খেলা হয়েছে। টেস্ট ইতিহাসে এটিই সংক্ষিপ্ততম ম্যাচের বিশ্ব রেকর্ড গড়ল। পাঁচদিনের ৩০ ঘন্টার টেস্ট শেষ হলো মাত্র সাড়ে ৯ ঘন্টায়। দেড় দিনে মোট ৩৩ উইকেটের পতন হয়। প্রথম দিনই ২৩ উইকেটের পতন হয়েছিল। টেস্ট ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে ভারত।
এই ম্যাচ দিয়েই টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটার ডিন এলগার। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার চোটের ফলে বিদায়ী ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়ে যান তিনি। ম্যাচটা জিততে না পারলেও ম্যাচ শেষে ভারতীয় দলের শুভেচ্ছা পেয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার। ভারতের সব ক্রিকেটারের অটোগ্রাফসহ একটি জার্সি এলগারের হাতে তুলে দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
এ বিষয়ে রোহিত বলেন, ‘(এলগার) দক্ষিণ আফ্রিকার জন্য বেশ গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার ছিলেন। খুবই সাহসী একজন ক্রিকেটার। আমরা পরিকল্পনা করছিলাম কীভাবে কত দ্রুত তার উইকেটটা নিতে পারি। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি যা করেছেন তা দুর্দান্ত। অসাধারণ ক্যারিয়ার, ভবিষ্যতের জন্যও শুভকামনা।’
দল হারলেও এলগার অবশ্য শেষ সিরিজের সেরা ক্রিকটার হয়েই মাঠ ছাড়েন। দুই টেস্টে সব থেকে বেশি রান সংগ্রহকারী এলগার সর্বাধিক উইকেটশিকারী ভারতের জাসপ্রীত বুমরাহর সঙ্গে যুগ্মভাবে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। এলগার ২টি টেস্টের তিনটি ইনিংসে ব্যাট করে ১টি সেঞ্চুরিসহ মোট ২০১ রান সংগ্রহ করেন।
এদিকে অবসরের আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬ টেস্টে খেলে এলগার ৩৭.৯২ গড়ে ৫৩৪৭ রান সংগ্রহ করেন। তিনি টেস্টে ১৪ সেঞ্চুরি ও ২৩ হাফসেঞ্চুরি করেন। এছাড়া প্রোটিয়াদের জার্সিতে ৮ ওয়ানডে ম্যাচেও মাঠে নামেন এই বাঁহাতি। সংগ্রহ করেন ১০৪ রান। টেস্টে ১৫টি ও ওয়ানডে ক্রিকেটে ২টি উইকেটও আছে এলগারের ঝুলিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post