স্পোর্টস ডেস্ক:: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মার ভারত চার উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। অধিনায়ক রোহিত ব্যাট হাতে সমান থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন। নিউজিল্যান্ডের ২৫২ রান ভারত টপকে গেছে রোহিতের হাফ সেঞ্চুরিতে।
দুবাইয়ে আগে ব্যাট করা নিউজিল্যান্ড জোড়া হাফ সেঞ্চুরিতে সাত উইকেটে ২৫১ রান তুলে ছিলো। জবাবে ব্যাট করতে নামা ভারত শিরোপার লক্ষ্য ছুঁয়ে ফেলে ছয় উইকেট হারিয়ে ছয় বল হাতে রেখে।
টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড দুই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবীন্দ্রের ব্যাটে দারুণ শুরু পায়। দু’জনে মিলে উদ্বোধনী জুটিতে তুলেন ৫৭ রান। অষ্টম ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ১৫ রানে ইযং বিদায় নিলে ভাঙে সেই জুটি।
প্রথম উইকেটের পর নিউজিল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। চার চার ও এক ছক্কায় ২৯ বলে ৩৭ রান করে দলীয় ৬৯ রানে সাজঘরে ফিরেন রাচিন রবীন্দ্র। তিনে নামা কেন উইলিয়ামসন ব্যক্তিগত ১৪ বলে ১১ রানে ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭৫ রানে ফিরেন প্যাভেলিয়নে। তার বিদায়ের পর চতুর্থ উইকেটে ডেরিল মিচেল ও টম লাথাম ৩৩ রানের জুটি গড়েন। ২৪তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১০৮ রানে লাথামের বিদায়ে ভাঙে সেই জুটি। ৩০ বলে ১৪ রান করেন তিনি।
হাফ সেঞ্চুরিয়ান ডেরিল মিচেল পঞ্চম উইকেটে গ্রিণ ফিলিপসকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন। ইনিংসের ৩৮তম ওভারের প্রথম বলে দলীয় ১৬৫ রানে ড্রেসিংরুমের পথ ধরেন ৫২ বলে ৩৪ রান করা ফিলিপস। দলীয় রান ২০০ পেরুনোর পরই হাফ সেঞ্চুরিয়ান মিচেল সাজঘরে ফিরে যান। তিন বাউন্ডারিতে ১০১ বলে ৬৩ রান করেন তিনি। তার বিদায়ে ষষ্ট উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা।
আরেক হাফ সেঞ্চুরিয়ান মিচেল ব্রেসওয়েলের অপরাজিত হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ড সাত উইকেটে ২৫১ রানে থামে। তিন চার ও দুই ছক্কায় ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।
ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ও কুলদ্বীপ যাদব দু’টি করে উইকেট লাভ করেন।
২৫১ রানের টার্গেটে ব্যাট করতে নামা ভারত রোহিত শর্মা ও শুবমান গিলের উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ১৮.৪ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে ভারত তুলে নেয় ১০৫ রান।এক ছক্কায় ৫০ বলে ৩১ রান করা গিলের বিদায়ে ভাঙে সেই জুটি। তার বিদায়ের পর বড় ধাক্কা খায় ভারত। তিনে নামা বিরাট কোহলি মাত্র এক রান করেই ফিরেন প্যাভেলিয়নে।
বিরাটের বিদায়ের পর ভারত বড় ধাক্কা খায়। এবার ফিরেন অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের ২৭তম ওভারের প্রথম বলে দলীয় ১২২ রানে ফেরার আগে ৭৬ রানের ঝলমলে এক ইনিংস খেলে ভারতের শিরোপা জয় অনেকটা নিশ্চিত করে ফেরেন তিনি্। তৃতীয় উইকেট বিদায়ের আগে সাত চার ও তিন ছক্কায় ৮৩ বলের ইনিংসটি সাজান তিনি।
বিরাট, রোহিতদের হারালেও শিরোপা মিস হয়নি ভারতের। শ্রেয়ার্স আয়ার দু’টি করে চার ও ছক্কায় ৬২ বলে ৪৮ রান করেন। একটি করে চার ও ছক্কায় ৪০ বলে ২৯ রান করেন অক্ষর প্যাটেল। ১৮ বলে ১৮ রান করেন পান্ডিয়া। একটি করে চার ও ছক্কায় ৩৩ বলে ৩৪ রানে অপরাজিত থেকে শিরোপা নিয়ে মাঠ ছাড়েন লুকেশ রাহুল।
নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার ও মিচেল ব্রেসওয়েল দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০