স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ দলের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। বাংলাদেশ দলের অধিনায়ক সাউথ আফ্রিকা সিরিজের পর আর অধিনায়কত্ব করতে চান না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিজের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
ব্যাট হাতে সময়টা খারাপ যাচ্ছে শান্তর। তার ওপর ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হেরেছেন। ময়দানি লড়াইয়ে অধিনায়কের বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে প্রশ্নবিদ্ধ। এরপরই শান্ত তিন ফরম্যাটে অধিনাযকত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।ক্রিকেট বোর্ডকে জানিয়ে শান্ত বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তবে বিসিবি থেকে এখনো শান্তর অনুরোধে সাড়া দেওয়া হয়নি।
ক্রিকবাজ জানিয়েছে, শান্তর ইচ্ছের কথা বোর্ড সভাপতি ফারুক আহমদকে জানানো হয়েছে। বোর্ড প্রেসিডেন্ট অনুমোদন দিলেই শান্ত আনুষ্ঠানিক ভাবে নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেবেন। ক্রিকেট বোর্ডের পরিচালকেরাও বিষয়টি অবগত আছেন। তারা আপাতত শান্তকে নেতৃত্বে থেকে যাওয়ার অনুরোধ করেছেন। তবে নাজমুল হোসেন শান্ত সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আর নেতৃত্বে থাকতে চান না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন ফরম্যাটেরই নেতৃত্ব তুলে দেয় শান্তর হাতে। আগামি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলকে তার নেতৃত্ব দেওয়ার কথা ছিলাে। তবে বিসিবির ধারণার বাইরে গিয়ে হঠাৎ করেই শান্ত নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যা বেশ অবাক করেছে ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের।
ক্রিকবাজ জানিয়েছে, গত টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নেতৃত্ব ছাড়তে চেয়ে ছিলেন তিনি। তবে বিসিবি থেকে সাড়া না পাওয়ায় সিদ্ধান্ত বদলান। কিন্তুু এবার তিনি তিন ফরম্যাট থেকেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত বোর্ডকে জানিয়েছেন। ক্রিকবাজকে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘হ্যাঁ, সে আমাদের জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সে অধিনায়কত্ব করতে প্রস্তুত নয়।’ শান্ত ক্রিকবাজকে এ বিষয়ে বলেন, ‘দেখা যাক কী হয় (নেতৃত্ব ইস্যুতে)। আমি সভাপতির (বিসিবি) কাছ থেকে জবাব শোনার অপেক্ষায় আছি।’
ব্যাট হাতে শান্ত ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে তার পারফম্যান্স একেবারেই খারা নয়। তার অধীনে দল নয় টেস্ট খেলেছে। তিনটিতে জিতেছেন তিনি। হেরেছে ছয়টিতে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ও আছে অধিনায়ক শান্তর অধীনে। একদিনের ক্রিকেটে শান্ত নয় ম্যাচ নেতৃত্ব দিয়েছেন দলকে। জিতেছেন তিনটিতে। হেরেছেন ওই টেস্টের মতোই ছয়টিতে। তবে টি-২০ ক্রিকেট অধিনায়ক শান্তর পারফরম্যান্স মোটামুটি ভালো। ২৪টি-২০ ম্যাচ খেলে জিতেছেন ১০টি ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০