নিজস্ব প্রতিবেদকঃ তামিম ইকবালের চোটের কারণে এশিয়া কাপে ও আসন্ন বিশ্বকাপে সাকিব আল হাসানকে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। তবে এবার দেশের ক্রিকেটে গুঞ্জন- বিশ্বকাপের আগে বাংলাদেশের অধিনায়ক হিসেবে নাও পাওয়া যেতে পারে সাকিবকে!
জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে অস্ট্রেলিয়া থেকে গত রাতে ঢাকায় ফিরেন। এরপর তিনি সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের গুলশানস্থ বাসভবনে যান। সেখানে পাপন ও অধিনায়ক সাকিবের সঙ্গে বৈঠকে বসেন হাথুরুসিংহে। সেখানে বোর্ড সভাপতির সঙ্গে বিশ্বকাপ দল নিয়ে আলোচনার পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিয়েও বিশদ আলোচনা হয়।
বিসিবির সূত্র জানিয়েছে, বিশ্বকাপের স্কোয়াডে অধিনায়ক সাকিব কোনভাবেই হাফফিট খেলোয়াড় নেওয়ার পক্ষপাতী নন। এমনকি এই ইস্যুতে তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছেন। তাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। মূলত আসন্ন বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলতে চান তামিম। শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমন কথা জানিয়েছেন এই ওপেনার।
জানা গেছে, তামিমের এমন শর্ত নিয়ে অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা করেছেন বোর্ডের নির্বাচকরা। আর তামিমের এমন অবস্থানের কথা জেনে বেশ বিরক্তই হয়েছেন সাকিব। বিসিবি সভাপতিকে সাফ জানিয়ে দেন, এমন হলে বিশ্বকাপে খেলবেন না তিনি। এই কথা জানার পর তামিমও নাকি বলেছেন, খেলতে চান না বিশ্বকাপে! এদিকে মঙ্গলবার দুপুরে আবার বৈঠকে বসার কথা রয়েছে বিসিবির। এদিকে আজই বিশ্বকাপ দল ঘোষণা কথা রয়েছে বাংলাদেশ দলের।
Discussion about this post