স্পোর্টস ডেস্কঃ ‘অভিমানে’ বেলজিয়াম দল ছেড়ে বাড়ি চলে গেছেন থিবো কোর্তোয়া। আজ (মঙ্গলবার) রাতে ইউরো বাছাইয়ে এস্তোনিয়ার বিপক্ষে খেলবেন না তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে গত শনিবারের ম্যাচে নেতৃত্ব না পেয়েই মূলত জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেছেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক।
আজ রাতে এস্তোনিয়ার বিপক্ষে খেলবেন না কোর্তোয়া। এমনটাই জানিয়েছেন বেলজিয়াম কোচ দমেনিকো তেদেসকো। বাংলাদেশ সময় আজ রাত পৌনে ১টায় মাঠে নামবে বেলজিয়াম। এই ম্যাচে কোর্তোয়ার না খেলা প্রসঙ্গে কোচ তেদেসকো বলেন, ‘আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে রোমেলু লুকাকু অধিনায়কত্ব করবে, এস্তোনিয়ার বিপক্ষে অধিনায়ক থাকবে থিবো’
তেদেসকো জানান সবাই সেই সিদ্ধান্ত মানলেও কোর্তোয়া বেঁকে বসেন। কোচ বলেন, ‘সবাই এই সিদ্ধান্ত মেনে নিয়েছিল, কিন্তু অস্ট্রিয়া ম্যাচের পর কোর্তোয়া হঠাৎই আমার সঙ্গে কথা বলতে চাইল এবং বলল, সে বাড়ি ফিরে যাবে; কেননা, সে হতাশ এবং তার প্রতি অন্যায় করা হয়েছে বলে মনে করছে।
২০১১ সালে বেলজিয়ামের জার্সিতে অভিষেক হয় কোর্তোয়ার। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০২ ম্যাচ খেলেছেন এই গোলরক্ষক। তবে তাঁর দল ছেড়ে যাওয়ার ঘটনা নিয়ে কোচ তেদেসকো এখন কিছু বলতে চাইছেন না, ‘এসব নিয়ে কথা বলার এখন সঠিক সময় নয়। কেননা, আগামীকাল আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আছে। পরের ম্যাচ আগামী সেপ্টেম্বরে এবং এরপর আমরা দেখব কি হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post