স্পোর্টস ডেস্কঃ তিন পেসার দিয়ে বল করিয়ে যখন উইকেটের দেখা নেই তখন বোলিংয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেলেন বাঁহাতি এই স্পিনার। ইব্রাহিম জাদরানকে বোকা বানালেন দারুণ এক ডেলিভারিতে। দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারাল আফগানিস্তান।
সাকিবের অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বলে সুইপ করেন ইব্রাহিম। বল ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় ডিপ স্কয়ার লেগে। বেশ কিছুটা এগিয়ে সহজেই মুঠোয় নেন তানজিদ হাসান। ভাঙে ৫০ বল স্থায়ী ৪৭ রানের জুটি। ২৫ বলে এক ছক্কা ও তিন চারে ২২ রান করেন ইব্রাহিম।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post