স্পোর্টস ডেস্কঃ জার্মান বুন্ডেসলিগার সুদীর্ঘ ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত থেকে ট্রফি উঁচিয়ে ধরল বায়ার লেভারকুসেন। জাবি আলোন্সোর আজ লিগের শেষ রাউন্ডে অক্সবুর্ককে ২-১ গোলে হারিয়েছে। এ জয়ে অপরাজিত থেকে মৌসুম শেষ করেছে লেভারকুসেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে অন্তত ৩০ ম্যাচের মৌসুমে অপরাজিত থাকার (ইনভিনসিবল) চতুর্থ ঘটনা এটি। একবিংশ শতাব্দীতে তৃতীয়।
প্রথমবারের মতো লিগ জেতা লেভারকুসেন মৌসুমে ৩৪ ম্যাচের ২৮টিতে জয় এবং ৬টিতে ড্র করে। এ ছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুসেনের অপরাজিত ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ তে। ইউরোপের শীর্ষ লিগে এমন রেকর্ড আর কোনো ক্লাবের নেই। শনিবার বে অ্যারেনায় ভিক্টর বোনিফেসের গোলে দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। ১৫ মিনিট পর রবার্ট আন্দরিচের গোলে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে কোমুর ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিলেও, শেষ পর্যন্ত আর কিছু করতে পারেনি অক্সবুর্ক।
টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অপরাজিত থাকার ইউরোপিয়ান রেকর্ড গড়ার পর গত সপ্তাহে লেভারকুসেন ছুঁয়ে ফেলে অজেয় পথচলার ফিফটি। এবার সেই সংখ্যাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার পাশাপাশি গড়ল বুন্ডেসলিগার ইতিহাসে অপরাজিত থেকে মৌসুম শেষ করার অনন্য কীর্তি। ৩৪ ম্যাচে ২৮ জয় ও ৬ ড্রয়ে ৯০ পয়েন্ট নিয়ে আসর শেষ হলো লেভারকুসেনের। আজ ম্যাচের পর লেভারকুসেনের কাছে বুন্দেসলিগা ট্রফি তুলে দেওয়া হয়। পরে ট্রফি নিয়ে গ্যালারির দর্শকের সঙ্গে উদ্যাপন করেন দলটির খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post