স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা অবশেষে শুরু হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে কিছুটা বিলম্বে এবার কিশোরদের এই টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সিলেট জেলা অনূর্ধ্ব-১৮ দলের ক্যাম্পও শুরু হচ্ছে আজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র নির্বাচকেরা ইতিমধ্যে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। জেলা অনূর্ধ্ব-১৮ দলে খেলতে আগ্রহী ক্রিকেটারদের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত ক্রিকেটারদের মেডিকেল টেস্ট (বয়স পরীক্ষা) ইতিমধ্যে শেষ হয়েছে।
বয়স পরীক্ষায় উর্ত্তীণ সিলেটের অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটারদের আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় রিপোর্ট করতে বলা হয়েছে। নগরের উপশহর পয়েন্টস্থ জেলা ক্রীড়া কমপ্লেক্সে বিসিবির জেলা কোচ মোঃ রানা মিয়ার নিকট বাছাইকৃত ক্রিকেটারদের রিপোর্ট করতে হবে।
বিকেল তিনটা থেকে ক্রীড়া কমপ্লেক্সে শুরু হবে সিলেট জেলা অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। সিলেট জেলা দল ছাড়াও ইতিমধ্যে সিলেট বিভাগের অন্যান্য জেলাগুলোতেও অনূর্ধ্ব-১৮ দলের ক্যাম্প শুরু হয়েছে।
হবিগঞ্জ জেলা অনূর্ধ্ব-১৮ দল সপ্তাহ খানেক আগ থেকেই অনুশীলন ক্যাম্প করে আসছে। জেলা কোচ মঈন তালুকদার সাচ্চুর অধীনে চলছে হবিগঞ্জের অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। মৌলভীবাজারেও আজ থেকে জেলার অনূর্ধ্ব-১৮ দলের ক্যাম্প শুরু হয়েছে।
সিলেট বিভাগীয় পর্যায়ের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে। চলতি মাসের শেষ দিকে বিভাগের চার জেলার অনূর্ধ্ব-১৮ দল নিয়ে সিলেট জেলা স্টেডিয়ামে কিশোরদের এই ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০