স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরে যাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আবারো ফিরতে চান জাতীয় দলে। অস্ট্রেলিয়ার জার্সিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে চান।
গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল জিতে এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়ে ছিলেন। টি-২০ ফরম্যাটেরও শেষ বিশ্বকাপ খেলেছেন। এর আগে জানুয়ারিতে টেস্ট থেকেও অবসর নেন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন তিনি।
এবার নিজের ইনস্টগ্রামে এক পোস্টে অবসর ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ইচ্ছে জানিয়েছেন তিনি। যদি অস্ট্রেলিয়া দলে সুযোগ পান, নির্বাচকেরা তাকে বিবেচনা করেন তিনি খেলতে রাজি আছেন। ইনস্টাগ্রাম পোস্টে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন ওয়ার্নার, ‘আমি আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। যদি দলে সুযোগ পাই, তবে (অস্ট্রেলিয়ান হয়ে) চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতেও রাজি আছি।’
তবে অজি তারকা চাইলই সেটা যে সম্ভব হবে, তা কিন্তুু নয়। কারণ অস্ট্রেলিয়া দলে ফেরাটা সহজ নয়। অস্ট্রেলিয়া এ বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডে ও নভেম্বরে পাকিস্তানে যাবে ওয়ানডে খেলতে। এই দুই সিরিজের কোনো পরিকল্পনাতেই নেই তিনি। ফলে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে তাকে অস্ট্রেলিয়া নেবে সেটা বলা যাচ্ছে না।
তবে বিশেষ পরিস্থিতিতে ওয়ার্নারের দলে ফেরার সুযোগ হতে পারে বলে জানিয়ে ছিলেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স। গত জানুয়ারিতে এই বিষয়ে তিনি বলেন, ‘এখন সময় অন্যদের ওয়ানডেতে সুযোগ দেওয়ার, তবে সে যেহেতু ক্রিকেট চালিয়ে যাবে, একদম জরুরি পরিস্থিতিতে তার কথা তো চিন্তা করতেই পারি। তবে ডেভিডকে (ওয়ার্নার) বিশ্বের কোথাও না কোথাও রান করে যেতে হবে। তাই আপনি বলতে পারেন না এটাই শেষ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post