স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটকে বিদায় বললেন আফগানিস্তানের হামিদ হাসান। ডানহাতি এই পেসার আর খেলবেন না পেশাদার ক্রিকেটে। খেলোয়াড়ি জীবন ছেড়ে এবার কোচিংয়ে নাম লেখালেন তিনি। আফগানিস্তানের হয়ে ৩৮ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি খেলেছেন হামিদ। উইকেট নিয়েছেন যথাক্রমে ৫৯ ও ৩৫ টি।
২০০৯ সালে আফগানদের জার্সিতে ওয়ানডে অভিষেক হয় হামিদের। সাদা বলের এই ফরম্যাটে তিনি খেলেছেন ২০১৫ অস্ট্রেলিয়া ও ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে। বল হাতে সেভাবে আলো ছড়াতে না পারলেও আফগানদের ৯ বছর সার্ভিস দিয়েছেন হামিদ। কার্ডিফে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে শেষবার ওয়ানডেতে খেলেছেন তিনি।
২০১০ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হামিদের। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। তবে ২০২১ আসরের বিশ্বকাপে আবার আফগানদের জার্সিতে সুযোগ পান তিনি। আরব আমিরাতে অনুষ্ঠিত সেবারের বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেছেন আফগান এই পেসার।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের কোচিং স্টাফে পরিবর্তন এনেছে। জাতীয় দলের জন্য তারা সাবেক পেসার হামিদকে বোলিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে যোগ দিবেন হামিদ।
আফগানিস্তান-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামী ২৫ মার্চ। সিরিজের পরের ম্যাচ ২৭ মার্চ। একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ২৯ মার্চ। সবগুলো ম্যাচ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post