স্পোর্টস ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলটির নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার স্কট এডওয়ার্ডস। তবে দুজন অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়ে তাদের জায়গায় তরুণ ক্রিকেটারদের বেছে নিয়েছে ডাচ নির্বাচকরা।
ইংলিশ কাউন্টি দলের সঙ্গে থাকা চুক্তি পূরণ করতে গিয়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না কলিন অ্যাকারমান ও রোয়েলফ ফন ডার মারউইয়ের। ফলে বিশ্বকাপে ভাগ্য খুলে গেছে ড্যানিয়েল ডোরামের। দলে নেই শারিজ আহমেদ, টম কুপার, স্টিফেন মাইবার্গ, অ্যাকারমান, ফন ডার মারউই, গ্লোভার ও ফন ডার গুটেন। দলে এসেছেন ওয়েসলি বারেসি, আরিয়ান দত্ত, মিকেল লেভিট, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, ভিভিয়ান কিংমা এবং ডোরাম দলে ফিরেছেন।
জুনের ২ তারিখ থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ। কিন্তু একই সময়ে ইংল্যান্ডের কাউন্টি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টও মাঠে গড়াবে। এই টুর্নামেন্টে সামনে রেখে আইসিসির সহযোগী সদস্য দেশের খেলোয়াড়দের হয় তাদের প্রাথমিক কর্মদাতা কাউন্টি দল অথবা জাতীয় দলের যে কোনো একটিকে বেছে নিতে জোর করা হচ্ছে। ফলে বাধ্য হয়ে কাউন্টির প্রতি দেয়া কমিটমেন্ট পূর্ণ করতে গিয়ে বিশ্বকাপে খেলা হচ্ছে না নেদারল্যান্ডসের দুই অভিজ্ঞ তারকা কলিন অ্যাকারমান ও ফন ডার মারউইয়ের। বিশ্বকাপের সময় অ্যাকারমান ও ফন ডার মারউই যথাক্রমে ডারহাম ও সমারসেটের হয়ে ভাইটালিটি ব্লাস্টে খেলবেন। তবে ডারহামের আরেক ডাচ খেলোয়াড় বাস ডি লিডে ও কেন্টের ফ্রেড ক্লাসেনকে বিশ্বকাপে খেলার অনুমতি দেয়া হয়েছে।
আগামী ২ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডি গ্রুপে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ডাচরা। বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ ১৩ জুন।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল- স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post