নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। আর অভিষেক ম্যাচেই ফিফটির দেখা পেয়েছেন এই ব্যাটার। আইরিশদের বিপক্ষে সিলেটে দারুণ ব্যাটিং করছেন অভিষিক্ত এই ক্রিকেটার। ৫৫ বলে ফিফটি করেছেন হৃদয়। সাবলীল ব্যাটিংয়ে তিনি ফিফটি হাঁকাতে মেরেছেন ৫ চার।
হৃদয়ের আগে ফিফটি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে এটি তাঁর ৫৩তম ওয়ানডে ফিফটি। ৬৫ বল খেলেছেন সাকিব। ফিফটি হাঁকাতে এই বাঁহাতি ৪ মেরেছেন স্রেফ দুইটি, নেই কোনো ছক্কা। ইতোমধ্যে দুজনের ১০০ রানের জুটি গড়া হয়েছে।
নাসির হোসেন ও ফরহাদ রেজার পর তৃতীয় বাংলাদেশি হিসেবে অভিষেক ওয়ানডেতে ফিফটি পেলেন হৃদয়। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ফিফটি করা প্রথম ব্যাটসম্যান এই ডানহাতি। ২০১১ সালে নাসির হোসেন ৬৩ করেছিলেন আটে নেমে, ছয়ে নেমে ফরহাদ রেজা ২০০৬ সালে করেছিলেন ৫০।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক তামিম ইকবাল (৩)। আরেক ওপেনার লিটন দাস উইকেটে সেট হয়ে গিয়েছিলেন। দারুণ তিনটি শটও দেখা যায় তার ব্যাটে। তবে ব্যক্তিগত ২৬ রানে কার্টিস ক্যাম্ফারের বল বুঝতে না পেরে ক্যাচ দিয়ে ফিরেন।
তিনে নামা নাজমুল হোসেন শান্তও আজ বড় স্কোর গড়তে পারেননি। ৩৪ বলে ২৫ রান করে অ্যান্ড্রু ম্যাকব্রেইনের বলে বোল্ড হয়ে যান। ৮১ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন সাকিব এবং অভিষিক্ত হৃদয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post