নিজস্ব প্রতিবেদক:: টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত ওপেনার লিটন দাসকে হারানো বাংলাদেশ শতরান পেরিয়েছে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত অর্দশতকের আগেই ফিরেছেন সাজঘরে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৬.৪ ওভারে দুই উইকেটে ১০২ রান। ৪৫ রানে সৌম্য ও ১১ রানে তাওহীদ হৃদয় অপরাজিত আছেন।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংসের তৃতীয় বলে হারায় প্রথম উইকেট। ৩ বল খেলেও রানের দেখা পাননি লিটন দাস। দ্বিতীয় উইকেটে সৌম্যকে নিয়ে শান্ত ৭২ রানের জুটি গড়েন। ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭৫ রানে শান্তর বিদায়ে ভাঙে তাদের জুটি। ৪০ রানের ইনিংসে ৩৯ বলে ছয়টি বাউন্ডারি হাঁকিয়ছেন অধিনায়ক।
সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচে এবার আগে ব্যাট করছে বাংলাদেশ। সফরকারী শ্রীলঙ্কা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে আগে ফিল্ডিং করেছিলো বাংলাদেশ। টার্গেটে ব্যাট করতে নেমে টাইগাররা ৬ উইকেটে জিতেছিলো। নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। মহেশ থিকসানা পরিবর্তে একাদশে নিয়েছে দিমুথ ভেল্লালাগেকে। বাংলাদেশ অবশ্য একাদশে কোনো পরিবর্তন আনেনি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post