স্পোর্টস ডেস্কঃ ২০২৪ অলিম্পিক ফুটবল বাছাইয়ের শুরুটা ভালো হলো না আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হাভিয়ের মাচেরানোর দল। গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচ ২৪ জানুয়ারি পেরুর বিপক্ষে খেলবে আলবেসেলিস্তেরা।
‘বি’ গ্রুপের বাছাইয়ে গত রাতে প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের পথ বের করতে পারেনি আর্জেন্টিনা। উল্টো ৬৭ মিনিটে পেনাল্টি গোলে পিছিয়ে পড়তে হয়েছে। পিছিয়ে থাকা আর্জেন্টিনা সমতায় ফেরে ৯০ মিনিটে। সান্তিয়াগো কাস্ত্রোর অ্যাসিস্টে গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লুসিয়ানো গুন্দু। ম্যাচ শেষ হয় ১-১ গোলে ড্র।
২০২৪ সালের প্যারিস অলিম্পিকের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্যে দুটি গ্রুপে ভাগ হয়ে অলিম্পিক বাছাই খেলছে দক্ষিণ আমেরিকার ১০টি দেশ। ম্যাচগুলো হবে ভেনেজুয়েলায়। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে বাছাইয়ের পরের পর্বে। এরপর এই চার দলের মধ্যে লড়াই শেষে টেবিলের শীর্ষ দুটি দল খেলবে প্যারিস অলিম্পিকে।
অলিম্পিক বাছাইয়ে আর্জেন্টিনার ম্যাচ সূচি-
২৪ জানুয়ারী পেরু-আর্জেন্টিনা, এস্তাদিও মিসায়েল ডেলগাডো, ভ্যালেন্সিয়া
৩০ জানুয়ারী চিলি-আর্জেন্টিনা এস্তাদিও মিসায়েল ডেলগাডো, ভ্যালেন্সিয়া
২ ফেব্রুয়ারি আর্জেন্টিনা-উরুগুয়ে এস্তাদিও মিসায়েল ডেলগাডো, ভ্যালেন্সিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post