স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনাল হারতে বসেছিলো। এক মিনিটের দুই গোলে ছয় গোলের ম্যাচে কোনোমতে হার এড়িয়েছে দলটি। সাউদাম্পটনের কাছে হারিয়েছে পয়েন্ট। ৩-৩ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচটি।
ছয় গোলের ম্যাচটির প্রথমার্ধে এসেছেন তিন গোল। তাতে দুই গোলও সাউদাম্পটনের। দ্বিতীয়ার্ধের তিন গোলের শেষ দিকে দুই গোল দিয়ে হার এড়ায় আর্সেনাল।
জিততে না পারলেও আর্সেনালকে ভয় ধরিয়ে দিয়েছিলো দলটি। বল দখলের লড়াইয়ে তারা বেশ পিছিয়ে থাকলেও শুরুর দুই গোল ধরে রেখেছে ম্যাচের প্রায় শেষ পর্যন্তই। ম্যাচে বল নিজেদের নিয়ন্ত্র রেখে একের পর এক আক্রমণ করলেও শুরুতে গোল পাচ্ছিলো না আর্সেনাল।
ম্যাচের শুরুতেই কার্লোস আলকারাজের গোলে লিড নেয় সাউদাম্পটন। প্রথম মিনিটেই লিড নেওয়া দলটি ১৪তম মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেয়। থিও ওয়ালকটের গোলে ২-০ গোলে এগিয়ে যায় সাউদাম্পটন।
পিছিয়ে পড়া আর্সেনাল দুই গোল হজমের মিনিট পাঁচে পরেই ব্যবধান কমায়। ম্যাচের ২০তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলের গোলে ব্যবধান ২-১ করে দলটি। প্রথমার্ধে কোনো দল আর গোলের দেখা পায়নি। আর্সেনালকে পিছিয়ে পড়ে তাই বিরতিতে যেতে হয়।
দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হলে দুই দলই ব্যবধান বাড়ানোর চেষ্টা করে। ম্যাচের ৬৬তম মিনিটে সুযোগও পায় সাউদাম্পটন। বদলী নামা দুজে চালেটা-কারের গোলে ম্যাচের স্কোর লাইন ৩-১ করে ফেলে দলটি।
নিশ্চিত হারতে থাকা ম্যাচের অন্তিম সময়ে এক মিনিটের ব্যবধানে দুই গোলে করে ম্যাচে ফেরে আর্সেনাল। ম্যাচের ৮৮তম মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে ব্যবধান ৩-১ করে আর্সেনাল। এরপরই শীর্ষে থাকা দলটির রক্ষাকর্তা হয়ে আসেন সাকা। ইংলিশ তারকা বুকাইয়া সাকার গোলে ৯০তম মিনিটে ম্যাচে সমতায় আনে আর্সেনাল। শেষ পর্যন্ত ৩-৩ গোলে হার এড়িয়ে মাঠ ছাড়ে দলটি।
৩২ ম্যাচে ২৩ জয়ের সঙ্গে ছয় ‘ড্র’ ও তিন হারে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টারের পয়েন্ট ৩০ ম্যাচে ২২ জয়ে ৭০।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post