স্পোর্টস ডেস্ক:: অসচ্ছল, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীদের মধ্যে ৩ কোটি ৮৮ লাখ ৩২ হাজার টাকা বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরে এই অনুদান দেওয়া হয়েছে।
একই সঙ্গে অসুস্থ ২৩জন ক্রীড়াসেবীকে দেওয়া হয়েছে ৩৬ লাখ ৫৫ হাজার টাকা। জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই অর্থ বিতরণ করা হয়। ১১৬৮ জন পেয়েছেন আর্থিক এই সহায়তা।
ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছে, গত চার বছরে ১২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে অসমর্থ, অসচ্ছল ও অসুস্থ ক্রীড়াসেবীদের এই বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘শাহাদাৎ বরণের মাত্র ৯ দিন পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় দুস্থ অসচ্ছল ক্রীড়াসেবীদের কল্যাণার্থে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু ১৯৭৫ সালের ৬ আগস্ট ৭ লাখ টাকা এই ফাউন্ডেশনকে অনুদান দিয়েছিলেন। বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। করোনার সময়েও তিনি বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ৫০ কোটি টাকার সিডমানি এবং এর পূর্বে আরো ১০ কোটি টাকাসহ সর্বমোট ৬০ কোটি টাকা সিডমানি দিয়েছেন। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। এ ফাউন্ডেশন থেকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করতে যাচ্ছি। ‘
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব কৃষ্ণেন্দু সাহার সভাপতিত্বে অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ,জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক হামীম হাসান প্রমুখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post