স্পোর্টস ডেস্কঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রিলিমিনারি রাউন্ডের চেয়ে ভালো টাইমিং করেও পেরে উঠলেন না বাংলাদেশের ইমরানুর রহমান। এর আগে ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডে দ্যুতি ছড়িয়ে নিজের হিটে সেরা হয়েছিলেন তিনি।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ১০.৪১ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে সপ্তম এবং সব মিলিয়ে ৫৫ প্রতিযোগীর মধ্যে ৪৫তম হন ইমরানুর। এর আগে গত জুলাইয়ে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। ব্যাংককে সেমি ফাইনালে ওঠার হিটে ১০.২৫ সেকেন্ড টাইমিং করে নিজের হিটে দ্বিতীয় এবং সব মিলিয়ে ষষ্ঠ হয়েছিলেন তিনি।
বুদাপেস্টে সেরা টাইমিং না করতে পারলেও অসন্তুষ্ট নন ইমরানুর। তিনি বলেন, ‘হিটে প্রথম হয়েছি এটা আমাকে সামনের আসরগুলোতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। মূল রাউন্ডে অলিম্পিক স্বর্ণজয়ীর সঙ্গে দৌড়িয়েছি এটাও দারুণ অনুপ্রেরণা আমার জন্য।’
বুদাপেস্টের পর ইমরানুরের লক্ষ্য এশিয়ান গেমস। আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। বাংলাদেশ এই গেমসে ১৭টি ডিসিপ্লিনে অংশ নেবে। অ্যাথলেটিক্স নিয়ে ইমরানুর বলেন, ‘আমি এশিয়ান গেমসে পদকের জন্য লড়তে চাই। আগামী এক মাস নিজের ট্যাকনিক ও ট্যাকটিস উন্নতির চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post