স্পোর্টস ডেস্ক:: বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। রাওয়ালপিন্ডিতে এই দুই দলের ম্যাচটির টসও হয়নি। ‘বি’ গ্রুপের ম্যাচটিতে দুই দল মুখোমুখি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া বইছে।
বৃষ্টি থামলেও মাঠ প্রস্তুুত না হওয়ায় টস হচ্ছে বিলম্বে। পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহ রাওয়ালপিন্ডিতে বৃষ্টির চাপ থাকবে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে।
আগামি বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ দল মুখোমুখি হবে পাকিস্তানের। রাওয়ালপিন্ডিতেই ম্যাচটি হওয়ার কথা। বৃষ্টির কারণে সেই ম্যাচ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০