নিজস্ব প্রতিবেদকঃ দুই মাসের বিরতি দিয়ে আবারও মাঠে ফিরছে নারীদের জাতীয় দলের ক্রিকেট। চলতি বছরে প্রথমবার সিরিজ খেলতে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। আর সেই সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।
ঘরের মাঠে সেই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৭ মার্চ প্রথমবার দ্বিপাক্ষীক সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া। সিরিজ শুরু হবে ২১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে। ২৪ মার্চ ও ২৭ মার্চ যথাক্রমে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচ হবে। মিরপুরের হোম অব ক্রিকেটে সবগুলো ওয়ানডে শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোও হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ৩১ মার্চ। ২ ও ৪ এপ্রিল যথাক্রমে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে। সবগুলো টি-টোয়েন্টিই শুরু হবে বেলা ১২টায়। সিরিজ শেষ করে ৫ এপ্রিল ঢাকা ছাড়বে অস্ট্রেলিয়া দল।
মূলত সেপ্টেম্বরে বাংলাদেশে বসতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেই টুর্নামেন্টকে কেন্দ্র করেই কন্ডিশন ও উইকেট সম্পর্কে ধারণা পেতে আগেভাগেই বাংলাদেশ সফর করে যেতে চায় অজিরা। সুযোগ লুফে নিয়েছে বাংলাদেশও। এই প্রথম দ্বীপাক্ষিক সিরিজ খেলবে দুই দল। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসলেও, আর কখনো আসা হয়নি অজি নারীদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post