স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বড়দিনের উপহার দিয়ে চমকে দিয়েছে পাকিস্তানের ক্রিকেটাররা। আগামীকাল থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। বক্সিং ডে’র টেস্টকে সামনে রেখে বড় দিনেও মেলবোর্নের ইনডোরে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া।
সোমবার অস্ট্রেলিয়ার অনুশীলন চলাকালীন বড় দিনের উপহার নিয়ে সেখানে হাজির হন পাকিস্তানের ক্রিকেটাররা। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভিডিওতে দেখা যায় অধিনায়ক শান মাসুদ ও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা পাকিস্তানের পক্ষ থেকে বড়দিনের উপহার তুলে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাতে। এরপর পাকিস্তানের ক্রিকেটাররা বাচ্চাদের মধ্যে চকলেট বিতরণ করেন।
পাকিস্তান দলের কাছ থেকে এমন উপহার পাওয়ার পর কামিন্স বলেন, ‘দারুণ একটা ব্যাপার। বড়দিনের উপহার, বাচ্চাদের জন্য ললিপপ। দারুণ ব্যাপার। পাকিস্তান দলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। দুবছর আগের সফরটিও সত্যিই বিশেষ কিছু ছিল। তারা সত্যিই খুবই সদয় ও চিন্তাশীল ছিল আমাদের কথা ভাবার ব্যাপারে।’ মেলবোর্নে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। এর আগে প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অজিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post