স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করার চ্যালেঞ্জ নিয়ে ছিলো আফগানিস্তান। সেদিকউল্লাহ আতাল ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে চড়ে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে। আগে ব্যাট করা আফগানরা ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে তুলেছে ২৭৩ রান।
সেদিকউল্লাহ আতাল ও আজমতউল্লাহ ওমরজাইয়ের জোড়া হাফ সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং পূঁজি পেয়েছে আফগানরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ছিলেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী।
আগে ব্যাট করতে নামা আফগানিস্তান প্রথম ওভারেই উইকেট হারায়। ইনিংসের পঞ্চম বলে দলীয় ৩ রানে ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ব্যক্তিগত শুন্য রানে প্যাভেলিয়নে ফেলেন। তার বিদায়ের পর দ্বিতীয় উইকেটে সেদিকউল্লাহ আতাল ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জর্দান ৬৭ রানের জুটি গড়ে অজি বোলারদের দুর্দান্ত শুরু আটকে দেন। ১৪তম ওভারের তৃতীয় বলে দ্বিতীয় উইকেটের দেখা পায় অস্ট্রেলিয়া। দলীয় ৭০ রানের মাথায় ইব্রাহিম জর্দান ফিরেন প্যাভেলিয়নে। দু্ই বাউন্ডারিতে ২৮ বলে ২২ রান করেন তিনি।
তৃতীয় উইকেটে আফগানিস্তান বড় জুটি গড়তে পারেনি। সেদিকউল্লাহ আতালের সঙ্গে জুটি গড়ে রহমত শাহ ২১ রান যোগ করেন। ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৯১ রানে রহমত শাহর বিদায়ে তৃতীয় উইকেট হারায় দলটি। ২১ বলে ১২ রান করেন রহমত শাহ। তার বিদায়ের পর চতুর্থ উইকেটে অধিনায়ক হাসমতউল্লা শহিদী ও সেদিকউল্লাহ আতালের জুটিতে চ্যালেঞ্জিং পূঁজি পায় আফগানরা। এই দু’জনে মিলে ইনিংসের সর্বোচ্চ ৬৮ রানের জুটি গড়েন। দলীয় ১৫৯ রানে ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করা সেদিকউল্লাহ আতালের বিদায়ে ভাঙে জুটি। ছয় চার ও তিন ছক্কায় ৯৫ বলে নিজের ইনিংসটি সাজান আফগান ব্যাটার।
সেদিকউল্লাহ আতালের বিদায়ের পর দায়িত্ব নেন আজমতউল্লাহ ওমরজাই। ছোট ছোট জুটি গড়ে দলের রান বাড়াতে থাকেন তিনি। নিজেও করেন হাফ সেঞ্চুরি। অষ্টম উইকেটে রশীদ খানকে নিয়ে ৩৬ ও নবম উইকেটে নূর আহমদকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন ওমরজাই। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে দলীয় ২৭২ রানে নবম উইকেটে সাজঘরে ফেরার আগে ৬৭ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন তিনি। এক চার ও পাঁচ ছক্কায় সাজান নিজের ইনিংসটি। ১৭ বলে ১৯ রান করেন রশিদ খান। ইনিংসের শেষ বলে আফগানিস্তান অলআউট হয় ২৭৩ রানে।
অস্ট্রেলিয়ার হয়ে ববেন ডোয়ার্শিস তিনটি, জাম্পা ও জনসন দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০