স্পোর্টস ডেস্কঃ আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে খেলা হচ্ছে না স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্কের। ইনজুরির কারণে প্রোটিয়াদের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন। গণমাধ্যমকে বিষয়টি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
মূলত হাতের কব্জির চোটে ভুগছেন স্মিথ। যার ফলে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। এদিকে গ্রোয়িনের সমস্যায় ভূগছেন স্টার্ক। যার কারণে ওয়ানডে দলে তার খেলা হচ্ছে না।
এই দুজন না খেললেও, তাদের বদলি নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে স্মিথের পরিবর্তে ডাক পেয়েছেন মার্নাস ল্যাবুশানে। অজিদের সবশেষ ৯ ওয়ানডেতে একাদশে থাকলেও, দক্ষিণ আফ্রিকা, ভারত ও বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা হয়নি স্মিথের। তবে স্মিথের ইনজুরিতে আপাতত প্রোটিয়াদের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছেন।
ওয়ানডেতে ল্যাবুশানেকে বদলি হিসেবে নিলেও, টি-টোয়েন্টিতে অ্যাস্টন টার্নারকে স্মিথের বদলি হিসেবে নিয়েছে সিএ। বিগ ব্যাশে পার্থ স্কোচার্সের অধিনায়কের দায়িত্ব পালন করেন টার্নার। এদিকে ওয়ানডেতে মিচেল স্টার্কের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন স্পেঞ্চার জনসন। জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি বাঁহাতি পেসারের।
এদিকে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও সফরের শেষ দিকে অজি দলে যুক্ত হতে পারেন। চোটের কারণে তার খেলাও শুরুতে অনিশ্চিত ছিল।
ডারবানে আগামি ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাদা বলের সিরিজ। একই ভেন্যুতে ১ সেপ্টেম্বর দ্বিতীয় ও ৩ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি হবে। এরপর ব্লুমফন্টেইনে ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ৯, ১২, ১৫ ও ১৯ সেপ্টেম্বর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরনডর্ফ, টিম ডেভিড, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রেভিস হেড, জস ইংলিশ, স্পেঞ্চার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, মার্কাস স্টোয়নিস, অ্যাস্টন টার্নার ও অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়া ওয়ানডে দল
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জস হ্যাজেলউড, ট্রেভিস হেড, জস ইংলিশ, স্পেঞ্চার জনসন, মার্নাস ল্যাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, মার্কাস স্টোয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post