স্পোর্টস ডেস্কঃ এবার পাকাপাকিভাবে জোয়াও ফেলিক্সের সঙ্গে চুক্তি করেছে চেলসি। বুধবার লন্ডন ক্লাব এই ঘোষণা দিয়েছে। পর্তুগালের ফরোয়ার্ড তাদের সঙ্গে সাত বছরের চুক্তিপত্রে সই করেছেন। গত মৌসুম ধারে বার্সেলোনায় খেলেছেন তিনি। এবার প্রিমিয়ার লিগে ফিরলেন এই তারকা ফরোয়ার্ড। এর আগেও চেলসির জার্সিতে খেলেছেন ফেলিক্স।
২০২২-২৩ মৌসুমে ছয় মাসের জন্য চেলসিতে ধারে খেলেছিলেন ফেলিক্স। সেবার দলটির হয়ে ২০ ম্যাচে চারটি গোল করেন তিনি। এবার তাকে পাকাপাকিভাবে লম্বা সময়ের জন্য কিনে নিল চেলসি। তাকে দলে টানার চুক্তির আর্থিক বিষয় খোলাসা করেনি প্রিমিয়ার লিগের দলটি। তবে ইংলিশ গণমাধ্যমের খবর, এই খেলোয়াড়কে কিনতে চার কোটি ৬০ লাখ পাউন্ড খরচ হয়েছে ব্লুজদের।
২০১৯ সালে ক্লাব রেকর্ড ১২ কোটি ৬০ লাখ ইউরোতে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন ফেলিক্স। প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। কোচ ডিয়েগো সিমিওনের ট্যাকটিকসের সঙ্গে মানিয়ে নিতে সংগ্রাম করতে হয়েছিল তাকে। মাদ্রিদ ক্লাবের হয়ে ১৩১ ম্যাচ খেলে করেন ৩৪ গোল। যদিও ক্লাবটির ২০২১ সালে লা লিগা শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন। সেই সময় লুই সুয়ারেজও ছিলেন ফর্মের তুঙ্গে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০