স্পোর্টস ডেস্কঃ চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন বেন স্টোকস। যদিও দুই ম্যাচ খেলা হয়েছে। চোট সমস্যায় মাঠের বাইরে আছেন এখন। তবে আইপিএলে খেললেও, জাতীয় দলের চিন্তায় বুদ হয়ে আছেন স্টোকস।
এই তারকা অলরাউন্ডার ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। তার নেতৃত্বে ও কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে এই ফরম্যাটে দুর্দান্ত সময় পার করছে ইংলিশরা। দুজন দায়িত্ব নেওয়ার পর ১২ ম্যাচ খেলে ১০টিতেই জিতেছে ইংল্যান্ড। দলটি ক্রিকেটকে ‘বাজবলে’ রূপ দিয়েছে। আক্রমণাত্বক ক্রিকেটের বিপরীত কিছু দেখে না।
সামনেই আসছে অ্যাশেজ সিরিজ। এবার ইংল্যান্ডের মাটিতে হবে অস্ট্রেলিয়ার সাথে তাদের ঐতিহ্যবাহী লড়াই। আর সেখানে ভালো করতে মুখিয়ে ইংলিশরা। স্টোকস রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন অজিদের। আগেভাগেই জানিয়ে দিয়েছেন, ফ্ল্যাট এবং ফাস্ট উইকেটে খেলতে যাচ্ছেন তারা। যেখানে শুধু রানই হবে।
স্টোকস বলেন, ‘এই বিষয় নিয়ে আমরা খুবই পরিষ্কার। ইংল্যান্ডে যেসব গ্রাউন্ড স্টাফ আছে তাদেরকে বলে দিয়েছে, আমরা কেমন উইকেট চাই। তারা আমাদেরকে এই নিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা ফ্ল্যাট এবং ফাস্ট উইকেট চাই।’
স্টোকস আরও বলেন, ‘আমরা শুধু মাঠে নামতে চাই এবং দ্রুতগতিতে রান তুলতে চাই। এটাই অস্ট্রেলিয়াকে খেলায় নামাবে। ফাস্ট উইকেটে যদি অস্ট্রেলিয়া বোলিং করতে পারে, তাহলে তারাও খুশি হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post