স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলা চুক্তির মেয়াদ বাড়াল বর্তমান কোচ উনাই এমেরির সাথে। দুই পক্ষের সমঝোতায় মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে চুক্তি বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
আর্সেনালের সাবেক কোচ উনাই এমেরিকে আরও তিন বছর নিজেদের ঢেরায় রেখে দিচ্ছে অ্যাস্টন ভিলা। আগামী ২০২৭ সাল পর্যন্ত তার সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি। মূলত দারুণ এমেরির অধীনে দারুণ পারফরম্যান্সের কারণেই চুক্তির মেয়াদ বাড়িয়েছে অ্যাস্টন ভিলা।
এবারের মৌসুমে দুর্দান্ত সময় কাটছে অ্যাস্টন ভিলা। গেল আসরে যেখানে রেলিগেশনের শঙ্কা দেখা দিয়েছিল। সেখানে এবার সেরা চারে আছে দলটি। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্নও দেখছে ক্লাব। একইসাথে ইতিমধ্যেই ইউরোপা কনফারেন্স লিগের সেমি ফাইনালও নিশ্চিত করেছে দলটি। এমন পারফরম্যান্সের পরই এবার চুক্তির মেয়াদ বাড়ল তার। গেল ২০২২ সালের অক্টোবরে কঠিন পরিস্থিস্তিতে অ্যাস্টন ভিলার দায়িত্ব নেন এমেরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post