স্পোর্টস ডেস্কঃ আইপিএলের এবারের আসরের নিলাম আগামী ১৯ ডিসেম্বর। তাতে থাকা ক্রিকেটারদেরদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএলে কতৃপক্ষ। এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। নিলামে জায়গা পাওয়া ক্রিকেটাররা হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুুদ।
চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি দাম মুস্তাফিজের। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। তাসকিনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি। এদিকে সবশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন লিটন দাস। কলকাতা কিনে নিয়েছিল সাকিব আল হাসানকেও। যদিও শেষ পর্যন্ত আইপিএলে খেলতে যাননি বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার। সবশেষ মৌসুমে দল পেলেও এবার নিলামের জন্য নামই দেননি তাদের দুজনের কেউই।
আইপিএল নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১ হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ জন। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আসন্ন আইপিএলের নিলাম। এবারই প্রথম ভারতের বাইরে হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের নিলাম। চূড়ান্ত তালিকায় আছেন এবারের বিশ্বকাপ মাতানো বেশ কয়েকজন ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post