স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিসিআই। বুধবার ঘোষিত দলে ডাক পেয়েছে জস্বভী জয়সওয়াল-তিলক ভার্মার মত আইপিএল মাতানো ক্রিকেটাররা। দলে আছেন অভিজ্ঞ সঞ্জু স্যামসনও।
রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলের সবশেষ আসরে ১৪ ম্যাচে ৬২৫ রান করেছিলেন জয়সওয়াল।১৬৩.৬১ স্ট্রাইক রেট এবং ৪৮.০৭ গড়ে ব্যাটিং করা এই বাঁহাতির নামের পাশে ছিল এক সেঞ্চুরির ও পাঁচটি হাফ সেঞ্চুরি।
আইপিএলের দ্যুতি ছড়ানো এমন পারফরম্যান্সে প্রথমবারের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় জয়সওয়াল। এছাড়া প্রথমবারের মতো ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পড়েছে তিলক ভার্মার। ১১ ইনিংসে ৩৪৩ রান করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে।
তিলক ও জয়সওয়ালের ডাক পাওয়ার সিরিজে নেই অভিজ্ঞ দুই ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়ার পর থেকেই ভারত দলে রাখা হচ্ছে তাদের দুজনকে। এবারও ব্রাত্য থাকলেন তারা।
ভারতকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। তাঁর সহকারী হিসেবে থাকছেন সূর্যকুমার যাদব। স্পিনার হিসেবে রাখা হয়েছে অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব এবং রবি বিষ্ণই। পেস ইউনিটে রয়েছেন আর্শদ্বীপ সিং, উমরান মালিক, আভেষ খান এবং মুকেশ কুমার।
টি-টোয়েন্টি সিরিজের সূচি-
প্রথম টি-টোয়েন্টি : ৩ অগাস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৬ অগাস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
তৃতীয় টি-টোয়েন্টি : ৮ অগাস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
চতুর্থ টি-টোয়েন্টি : ১২ অগাস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)
পঞ্চম টি-টোয়েন্টি : ১৩ অগাস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)।
ভারতের টি-টোয়েন্টি দল-
ইশান কিষান, শুভমন গিল, যশস্বী জসওয়াল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post