স্পোর্টস ডেস্কঃ আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে সূচি। চেন্নাই সুপার কিংস ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। কিন্তু এর আগেই বড় ধাক্কা খেয়েছে মাহেন্দ্র সিং ধোনির দল। চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে দলটির তারকা ব্যাটার ডেভন কনওয়ে।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, কনওয়ের আঙুলে হালকা চিড় ধরা পড়েছে এবং তাকে অস্ত্রোপচার করাতে হবে। ৩২ বছর বয়সী ওপেনারকে মাঠের বাইরে থাকতে হবে আট সপ্তাহ। মে মাসের আগে তাই তাকে পাবে না চেন্নাই। গত মৌসুমে দলটির শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। ৫১.৬৯ গড় ও ১৩৯.৭০ স্ট্রাইক রেটে ৬৭২ রান করে কনওয়ে ছিলেন দলের সর্বোচ্চ ও টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ স্কোরার।
নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতে জানিয়েছে, ‘একাধিক স্ক্যান এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুসরণ করে, কনওয়েতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুনরুদ্ধারের সময়কাল কমপক্ষে আট সপ্তাহ হতে পারে।’ এদিকে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড যোগ করেছেন, ‘আমরা সবাই ডেভনের জন্য অনুভব করি। সে ব্ল্যাক ক্যাপস দলের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা মাঠে এবং বাইরে তার উপস্থিতি মিস করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post