স্পোর্টস ডেস্কঃ আইপিএলের ১৬তম আসরের জন্য কঠিন এক সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তিনি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএল মাতানোর কথা ছিল তাঁর। কিন্তু মাঠে নামার আগেই নিজেকে সরিয়ে নিলেন তিনি। দেশের এক শীর্ষ গণমাধ্যমের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
পুরো আইপিএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছিলেন সাকিব। তবে ক্রিকেট বোর্ড পূর্ব ঘোষিত ২৪ দিনের বেশি এনওসি দিতে রাজী নন। সাকিব ছাড়াও পুরো আইপিএল খেলতে চেয়েছিলেন লিটন দাস। কিন্তু দুজনকেই এনওসি দেয় নি বিসিবি। মঙ্গলবার থেকে শুরু হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে এই দুজনকে দেখা যাবে একসাথে। এই টেস্ট শেষ করে আইপিএলে যোগ দিতে পারবেন দুজন।
তবে দেশের ঐ শীর্ষ গণমাধ্যম জানাচ্ছে, সাকিব-কলকাতা দুই পক্ষের সমঝোতা হয়ে গেছে। সাবেক দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা সাকিবকে পুরো আসরের জন্য দলে চায়। কিন্তু এখন পর্যন্ত তিনি দলে যোগ দিতে না পারায় তাঁর বিকল্প খুঁজছে কলকাতা। দেরিতে দলে যোগ দিয়ে আবার দেশের ডাকে ফিরতে হতো সাকিবকে। আগামী মে মাসে অ্যাওয়ে সিরিজ আছে আয়ারল্যান্ডের বিপক্ষে।
সাকিব-লিটন ছাড়াও আইপিএলে আছেন বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে শুরু থেকেই আছেন তিনি। কারণ লাল বলের চুক্তিতে না থাকা মুস্তাফিজ টেস্টে বিবেচিত হন নি। তবে মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে তাঁকে ছাড় দেওয়া হবে কিনা তা নির্ভর করছে বিসিবির নতুন সিদ্ধান্তের উপর।
Discussion about this post