নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশে ও আয়ারল্যান্ড। আর সেই ম্যাচ খেলার পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দিতে ভারতে যাওয়ার কথা সাকিব আল হাসানের। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে এক প্রকার নিশ্চিতভাবেই খেলছেন না এই তারকা।
তবে সিরিজের শেষ টি-টোয়েন্টির পরদিন ১ এপ্রিল, শনিবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে নামতে যাচ্ছেন সাকিব আল হাসান। সঙ্গে রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজও খেলতে নামছেন। এই তিন জনই খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। এমন গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিকেট পাড়ায়।
মূলত চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অবস্থা নাজুক মোহামেডানের। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে ঐতিহ্যবাহী দলটি। এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৪টিতেই হেরেছে মোহামেডান। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় মাত্র এক পয়েন্ট পেয়েছে দলটি।
এমতাবস্থায় দলের অবস্থান বেশ কঠিনে। শঙ্কা দিয়েছে রেলিগেশন হওয়ার। আর তাই জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচে ফেরাচ্ছে মোহামেডান। আবহাওয়াজনিত কারণে দুই দিন বিরতি কাটিয়ে শনিবার মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ। এদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলবে মোহামেডান। আর সেখানেই দেখা যেতে পারে তাদেরকে।
আর এর জন্য শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলে রাতেই চট্টগ্রাম থেকে ঢাকার বিমান ধরতে পারেন সাকিব, মিরাজ ও রনি। পরদিন বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে মাঠে নামবেন। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেনি মোহামেডান কর্তৃপক্ষ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post