স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অর্থের ঝনঝনানি ছাড়াও আছে, জমজমাট আবহ। টুর্নামেন্টকে সফল করার জন্য আয়োজনের কমতি থাকে না। রীতিমতো ক্রিকেট উৎসব শুরু হয়। এমনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়েও বড় আসর হয়।
আর সেই আইপিএলে প্রথমবার অংশ নিতে যাচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার ও কোচকে দেখা যাবে লখনৌ সুপার জায়ান্টসের প্রধান কোচ হিসেবে। ২০২৪ আইপিএলের আগে ল্যাঙ্গারকে নিয়োগ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। আর এর মাধ্যমেই প্রথমবার আইপিএলে কোচিং করাতে যাচ্ছেন তিনি।
এতে করে উচ্ছ্বসিত ল্যাঙ্গার। প্রথমবারের মতো হওয়ায়, রোমাঞ্চ কাজ করছে তার মাঝে। আইপিএলকে তিনি অলিম্পিকের মতো তুলনা করেছেন। আইপিএলকে আখ্যা দিয়েছেন বড় টুর্নামেন্টের।
এক ভিডিও বার্তায় ল্যাঙ্গার বলেন, ‘আইপিএল হলো অলিম্পিক গেমসের মতো। এটি অনেক বড়। প্রতিটি খেলায়ই দর্শনীয়। এটাকে ভালোভাবে গ্রহণ করা হয়েছে। সবাই এটাকে দারুণভাবে সমর্থন করে। শুধুমাত্র স্টেডিয়ামে নয়, সমগ্র ভারত, এমনকি বিশ্বজুড়ে। এটার (আইপিএলের) অংশ হতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post