স্পোর্টস ডেস্কঃ আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড পারিশ্রমিকে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বকাপজয়ী অজি এই ক্রিকেটারকে ২৭ কোটি টাকার ওপরে (২০ কোটি ৫০ লাখ রূপি) খরচ করে দলে ভেড়াতে হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে।
আইপিএলে নতুন ইতিহাস গড়লেন কামিন্স। প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলের নিলামে ২০ কোটি রূপির ওপরে দাম উঠেছে তাঁর। প্রথমে চেন্নাইয়ের সঙ্গে লড়াই হলেও কামিন্সকে পেতে শেষ পর্যন্ত হায়দ্রাবাদ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে। এর আগে আইপিলের নিলামে সর্বোচ্চ দাম উঠেছিল স্যাম কারানের। ২০২৩ সালের আইপিএলের আগে নিলামে তাঁকে ১৮ কোটি ৫০ লাখ রূপিতে দলে টেনেছিল পাঞ্জাব কিংস।
প্রথমে কামিন্সকে নিতে দর হাঁকে চেন্নাই সুপার কিংস। তাদের সঙ্গে লড়াই শুরু হয় মুম্বাই ইন্ডিয়ান্সের। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে লড়াই চলে। ৬ কোটি দাম ওঠার পরে লড়াই থেকে সরে যায় মুম্বাই। সেখানে অবশ্য লড়াই শেষ হয়নি। এরপর আসরে নেমে আসে ব্যাঙ্গালোরে। তাদের সঙ্গে চেন্নাইয়ের লড়াই শুরু হয়। সেই লড়াইও বেশ কিছুক্ষণ চলে। ১৩ কোটি রূপি পর্যন্ত ওঠে দু’দল। এরপর সেখান সরে আসে চেন্নাই।
তারপর ব্যাঙ্গালোরের সঙ্গে লড়াই শুরু করে হায়দ্রাবাদ। দু’দলের কেউই হাল ছাড়তে চাইছিল না। তর তর করে দাম উঠছিল। একটা সময় পর কারানের ১৮ কোটি ৫০ লক্ষ রূপি ছাপিয়ে যান কামিন্স। তারপরও শেষ হয়নি লড়াই। দাম ২০ কোটি ছাপিয়ে যায়। শেষে ২০ কোটি ৫০ লক্ষ রূপিতে কামিন্সকে কিনে গর্বের হাসি দেখা যায় হায়দ্রাবাদের মালিক কাব্য মারানের মুখে। এর আগে চলমান নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিটি দলে নেয় ট্রাভিস হেড ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post