স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতেও একটি বলও মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। তবে সিরিজটি আইসিসির ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় গুরুত্ব ভেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সমঝোতা করে সিরিজ পুনরায় সূচি তৈরি করে শ্রীলঙ্কা ক্রিকেট।
যেখানে দ্বিতীয় ওয়ানডে নিয়ে আসা হয় শেষ ওয়ানডের দিন ৪ মে, বৃহস্পতিবার। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। বৃষ্টির কারণে এই ম্যাচ নেমে আসে ৩০ ওভারে। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে হার দেখেছে বাংলাদেশ দল। ৫৮ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক লঙ্কান মেয়েরা।
নতুন সূচি অনুযায়ী ৭ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হওয়ার কথা ছিল। তবে শেষ ম্যাচ হবে না। কেননা ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন সূচিতে অনুমোদন দেয়নি। ওয়ানডে চ্যাম্পিয়নশিপের সিরিজ হওয়াতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন দেয়নি। নিয়ম অনুযায়ী বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই।
আর সেই জন্য সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিকে তৃতীয় ও শেষ ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। যার ফলে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা। এখন আর সিরিজের তৃতীয় ম্যাচটি আলাদা করে অনুষ্ঠিত হবে না।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। সব মিলিয়ে চ্যাম্পিয়নশিপের ৬ ওয়ানডে ম্যাচ খেলে ৪টি পরিত্যক্ত হওয়ায় ৪ পয়েন্ট বাংলাদেশের নামের পাশে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post