স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে সুযোগ-সুবিধা নিয়ে এমনিতেই অসন্তুষ্ট ছিলো ভারত। অনুশীলনের জন্য ভালো মানের মাঠ পায়নি দলটি। এবার পড়লো জিম সমস্যায়। আইসিসি থেকে দেওয়া জিম পছন্দ হয়নি ভারতীয় দলের।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে ভালো মানের বড় জিম চেয়েছিলো ভারত। তবে আইসিসি বিরাট কোহলিদের আবদার রক্ষা করতে পারেনি। কোনো উপায় না পেয়ে ভারতীয় দল নিজেদের টাকায় ভাড়া করা জিম ব্যবহার করেছে।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, দলের জন্য আইসিসি যে জিমনেশিয়াম বরাদ্দ দিয়েছে আইসিসি, তাতেও সন্তুষ্ট হতে পারেনি বিসিসিআই। ভারতীয় দলকে যে হোটেলে আবাসন দিয়েছে আইসিসি, সেই হোটেল সংশ্লিষ্ট জিমটি তাদের জন্য পর্যাপ্ত নয়। যে কারণে বাধ্য হয়ে অন্য একটি জিমের মেম্বারশিপ নিতে হয়েছে ভারতকে। আইসিসির দেওয়া জিমে না গিয়ে নিজেদের ভাড়া করে জিমেই জিম করেছেন ক্রিকেটাররা।
বিশ্বকাপ খেলতে আমেরিকায় গিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে ক্রিকেটের প্রভাবশালী দেশটিকে। এর আগে মাঠের বদলে অনুশীলনের জন্য একটি পার্ক দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post