স্পোর্টস ডেস্কঃ ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। নারীদের ক্রিকেটে এই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এই পুরষ্কার জিতলেন তিনি। তাই নতুন ইতিহাসই বলা যায় একে।
এই মাস সেরা হওয়ার দৌড়ে নাহিদা পেছনে ফেলেছেন স্বদেশী ফারজানা হক ও পাকিস্তানের সাদিয়া ইকবালকে। সংক্ষিপ্ত তালিকায় এই দুজনের সাথেই নাহিদা মনোনয়ন পেয়েছিলেন। তবে এবার তাদেরকে পেছনে ফেলে জিতে নিলেন পুরষ্কার।
নাহিদার মাস সেরার পুরষ্কার প্রাপ্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে আইসিসি।
মূলত নভেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই এমন ইতিহাস গড়তে পেরেছেন নাহিদা। ঘরের মাঠে ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। আর সিরিজ সেরা হন নাহিদা। বল হাতে ৩ ম্যাচে ৭টি উইকেট নিয়েছেন ১৪.১৪ গড়ে।
অফিসিয়ালি নাহিদা ৭ উইকেট নিলেও, মোট ৯টি উইকেট নেন ঐ সিরিজে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে গড়ায় সুপার ওভারে। সেই সুপার ওভারেও দুই উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। যেটি কিনা নিয়ম অনুযায়ী হিসেবে আসেনি। ঐ ম্যাচে এক উইকেট নেন মূল খেলায়। আর প্রথম ম্যাচে ৩টি ও শেষ ম্যাচে ৩টি উইকেটকেই গণনায় নেওয়া হয়েছে শুধু।
দারুণ পারফরম্যান্সের কারণেই নাহিদা পুরষ্কার পেলেন। তবে এবারই প্রথম নয়। এর আগে গেল অক্টোবর মাসে মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেননি পুরষ্কার। সাম্প্রতিক সময়গুলোতে বেশ ধারাবাহিক নাহিদা।
টাইগ্রেসদের এই তারকা মাস সেরার পুরষ্কার পেয়ে আইসিসিকে জানিয়েছেন, এটি লালন রাখার মতো মুহূর্ত। মর্যাদাপূর্ণ ক্রিকেট বিশেষজ্ঞদের নিয়ে গড়া প্যানেল থেকে স্বীকৃতি পাওয়ার মাহাত্ম্য অনেক। আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা আমার জন্য অনুপ্রেরণাদায়ক ও প্রেরণা উৎস হয়ে থাকবে।
সাম্প্রতিক মাসগুলোতে আমরা কিছু দারুণ ক্রিকেট খেলেছি এবং দল হিসেবে আমরা যে সাফল্যের স্বাদ পেয়েছি তাতে অবদান রাখতে পেরে আমি খুবই খুশি। আমাকে অবশ্যই আমার অধিনায়ক, কোচ এবং সতীর্থদের ধন্যবাদ জানাতে হবে যে তারা সবসময় আমাকে বিশ্বাস করে এবং এটি আমাকে মানসম্পন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে আমার স্বাভাবিক খেলা খেলতে এবং চাপের মধ্যে পারফর্ম করতে দেয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post