স্পোর্টস ডেস্কঃ আমেরিকার মেজর লিগ ক্রিকেটকে (এমএলসি) স্বীকৃতি দিয়েছে আইসিসি। আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্য দ্বিতীয় টুর্নামেন্ট হিসেবে এমএলসকে মর্যাদা দিল আইসিসি। এর আগে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিকে স্বীকৃতি দেয় আইসিসি।
আইপিএল, বিগব্যাশ, পিএসএল কিংবা বিপিএলের ম্যাচের মতোই মর্যাদা পাবে এমএলসির ম্যাচও। লিগটির সিইও বিজয় শ্রীনিবাসন বলেন, ‘আমরা গত বছর মেজর লিগ ক্রিকেটের প্রারম্ভিক মৌসুমে যুক্তরাষ্ট্রজুড়ে ক্রিকেট নিয়ে পাগলামি দেখেছি। এখন আমরা বহুল প্রত্যাশিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এমএলসির দ্বিতীয় মৌসুমকে সামনে রেখে উত্তেজনাকর মুহূর্ত সৃষ্টির অপেক্ষায় আছি। আমাদের ঘরের দুয়ারে একটি অবিস্মরণীয় ক্রিকেটগ্রীষ্ম , আমরা আমেরিকান ক্রীড়া সমর্থকদের হৃদয় দখল করতে চাই আমাদের রোমাঞ্চকর, অ্যাড্রেনালিন ক্ষরণকারী খেলা দিয়ে, যেটি বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ উদীয়মান টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে পরিচিতি পেয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post