নিজস্ব প্রতিবেদকঃ সেমিফাইনালের আশা নিয়ে বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ সবার আগে বিদায়ের পথ ধরে। টানা ৬ ম্যাচ হারার পর অবশেষে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মুখ দেখেছে সাকিব আল হাসানরা। তাতে একটু স্বস্তি ফিরেছে দলে। তবে স্বপ্ন ভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে ক্রিকেটার-সমর্থকদের।
এবার অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবনায় পরের আইসিসি ইভেন্ট। ক্রিকেট বোর্ডের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন কথা বললেন পরের বিশ্বকাপের ইস্যুতে। তিনি বলেছেন, ‘পরবর্তী বিশ্বকাপ আসার আগে আমাদের মেন্টাল স্কিল নিয়ে বেশি কাজ করা উচিত। স্কিলের দিক থেকে আমরা আগে যা ছিলাম, তা-ই আছি। বাকি দলগুলো অনেক প্রস্তুতি নিয়ে আসে। আমরাও প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে শক্ত মানসিকতার একটা ব্যাপার থাকে। আমার মনে হয়, এর পর বৈশ্বিক কোনো টুর্নামেন্টে যাওয়ার আগে আমাদের মেন্টাল স্কিল নিয়ে কাজ করা উচিত।’
বাশার আরও বলেন, ‘সত্যি কথা বলতে আমাদের সব বিভাগে কাজ করতে হবে। টপ অর্ডার ব্যাটিং, ফিনিশিং, আমাদের বোলিং…। বিশেষ করে মাঝের ওভারগুলোয় বোলারদের উইকেট নেওয়ার সামর্থ্যটা খুব গুরুত্বপূর্ণ। এখন যে ধরনের ক্রিকেট হয়, আপনি যদি মাঝের ওভারগুলোতে উইকেট না নিতে পারেন, তাহলে বড় রান আটকাতে পারবেন না। আমরা এই বিশ্বকাপে সেটাতে বেশ ভুগেছি। ব্যাটিংয়ে টপ অর্ডার যদি রান না করতে পারে, তাহলে কঠিন হয়ে যায়। যদি উইকেট ভালো থাকে, এই যুগে তাহলে আপনাকে তিনশ রান তাড়া করার মানসিকতা নিয়ে ব্যাটিং করতে হবে সবসময়। আমাদের সবকছু নিয়েই কাজ করতে হবে, শুধু একটা বিভাগ নয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post