স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফল করতে পারেনি পাকিস্তান দল। যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হারের পর কানাডার বিপক্ষে ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। আর এতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান। বাবর আজমের দল প্রথম রাউন্ড শেষেই ধরছে বাড়ির পথ। এর আগে রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ খেলবে পাকিস্তান।
সেই ম্যাচের আগে গণমাধ্যমে ইমাদ ওয়াসিম নিজেদের ব্যর্থতার জন্য মানসিকতাকে দায়ী করেছেন। একইসাথে জানিয়েছেন, আগে পাকিস্তান টি-টোয়েন্টিতে শাসন করলেও, এখন পিছিয়ে পড়েছে। আর এর জন্য অন্যান্য বড় দলগুলোর সাথে তাল মেলাতে পারছে না পাকিস্তান।
আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ইমাদ বলেন, ‘আমরা বিশ্বের সেরা দলগুলোর সাথে খেলি। তাদের মানসিকতা সময়ের সাথে বদলেছে। আমরা টি-টোয়েন্টি ক্রিকেটে শাসন করতাম। আমার মনে হয় এখন কিছুটা পিছিয়ে গেছি। হয়তো তিন বিভাগেই আমাদের মানসিকতা…(বদলে ফেলতে হবে)। কোন বিভাগে, সেটা বলব না। তিন বিভাগেই আমাদের এগোতে হবে। আপনি যদি খেলোয়াড়দের মানসিকতা বদলান, তাহলে নিজের সামর্থ্যের বৃত্তের চেয়ে বেশি কিছু অর্জন করবেন। আমি সব সময়ই এটি বিশ্বাস করি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post