নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের প্লে-অফ নিশ্চিত করলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশালের শীর্ষস্থান। আর সেই লক্ষ্যে একাধিক শক্তিশালী একাদশ নিয়ে মুখোমুখি দু’দল। মঙ্গলবার লিগ পর্বের ম্যাচে বরিশালের বিপক্ষে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নামা সাকিবের দলে আছে ইফতিখার আহমেদ। পাকিস্তানি এই ক্রিকেটার বিপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন। সেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রস্তুতি ম্যাচ খেলে আবার ফিরেছেন ঢাকায়। সোমবার রাতে ঢাকায় ফেরা এই ব্যাটারকে নিয়েই একাদশ সাজিয়েছে সাকিবের বরিশাল।
অন্যদিকে কুমিল্লা তাদের একাদশে নিয়েছে দুই ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনিল নারিনকে। এই দুই ক্রিকেটারও গতরাতে এসেছেন ঢাকায়। রাসেল-নারিন ব্যস্ত ছিলেন আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। কিন্তু সেখানে তাদের দল আবু ধাবি নাইট রাইডার্স ভালো খেলতে পারেনি। গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ জিতেছে দশ ম্যাচের মধ্যে। যার ফলে প্লে-অফে খেলা হচ্ছে না। যাত্রা শেষ হয়ে গেছে টুর্নামেন্টে। আর সেই সুযোগই লুফে নিয়েছে কুমিল্লা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post