স্পোর্টস ডেস্কঃ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জরুরি সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের সভায় জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হতে পারে। চোটের কারণে নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল সরে যাওয়ায় টাইগারদের অধিনায়কের পদটি খালি আছে।
তামিমের স্থলাভিষিক্ত হওয়ার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, অধিনায়ক হিসেবে এই অলরাউন্ডারকে নির্বাচন করা সহজ ব্যাপার। এ তালিকায় নাম আছে গেল বছর ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ে দলকে নেতৃত্ব দেওয়া লিটন দাসেরও।
এদিকে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন অধিনায়ক হিসেবে চান সাকিবকে। গত শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন সুজন। পরবর্তী ওয়ানডে অধিনায়ক বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এখন লিটন দাসকে কীভাবে বলব লিটন দাস নয়… লিটন ভারতের বিপক্ষে সিরিজ জিতিয়েছে। কিন্তু সাকিব তো অবশ্যই এখানে এগিয়ে থাকবে। তাঁর মাথা, তাঁর অধিনায়কত্বের অভিজ্ঞতা, সবকিছু তো অনেক বেশি। তারপরও আমি লিটনকে ছোট করতে চাই না। সে ভালো কাজ করেছে।’
সুজন আরও বলেন, ‘আমি মনে করি, যে দলে সাকিব আছে…আমার ব্যক্তিগত মতামত, আমি হলে হয়তো সাকিবের কথাই চিন্তা করতাম। লিটন, শান্ত, মিরাজ এরা তৈরি হবে। এদেরই অধিনায়কত্ব করতে হবে। এদের হাতেই আর্মব্যান্ড যাবে। তামিম করবে না, সাকিব একসময় অবসরে যাবে। একসময় মুশফিক অবসরে যাবে। তখন এরাই সিনিয়র হবে।’
সাকিব এর আগেও বাংলাদেশকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। ২০১১ সালে নেতৃত্ব ছাড়ার আগে বাংলাদেশকে ৪৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর মাশরাফী বিন মোর্ত্তজার অবর্তমানে আরও তিনটি ওয়ানডেতে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে। অভিজ্ঞতার বিচারে তাই সাকিবকেই এগিয়ে রাখছেন সুজন।
সাকিব এখন পর্যন্ত মোট ৫০টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ২৩টিতে জয় পান। জয়ের দিক দিয়ে বাংলাদেশের পক্ষে তৃতীয় স্থানে আছেন তিনি। সর্বোচ্চ ৫০ জয়ে শীর্ষে মাশরাফী। ২৯ জয় নিয়ে তৃতীয়স্থানে আছেন হাবিবুল বাশার। ৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১১টিতে জয় আছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের। কিন্তু আবারও দলের ভার নিতে রাজি নন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post