স্পোর্টস ডেস্ক:: ঘরোয়াক্রিকেটের মর্যাদা আর জনপ্রিয় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। ডিপিএলের চলতি আসর শেষের পথেই। আজকের ম্যাচে আবাহনী জিতলেই এ আসরে শিরোপার লড়াইও নিশ্চিত হয়ে যাবে। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি ২৩তম জিতবে প্রিমিয়ার লিগের শিরোপা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ আবাহনীর প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচটি জিতলেই আবাহানীর পয়েন্ট হয়ে যাবে ২৪। শিরোপার দৌড়ে থাকা চিরপ্রতিদ্বন্ধী মোহামেডান স্পোটিং ক্লাব ও শাইন পুকুর ক্রিকেট ক্লাবের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে দলটি।
লিগের রাউন্ড রবিন লিগের ১১ ম্যাচের সবক’টি জিতে সুপার লিগ নিশ্চিত করে আবাহনী। সুপার লিগের প্রথম ম্যাচেও জয়ের দ্বারা অব্যাহত রাখে তারকা বহুল দলটি। আজ জিতলে আবাহনীর পয়েন্ট হবে ২৬। সুপার লিগে আবাহনী, মোহামেডান ও শাইন পুকুরের তিনটি করে ম্যাচ আছে।
দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা শাইন পুকুর ও মোহামেডানের পয়েন্ট ১৮। শেষ ম্যাচগুলো জিতলেও আবাহনীর সমান পয়েন্ট হবে না তাদের। ফলে আজ জিতলেই আবাহনী চ্যাম্পিয়ন হবে আরো একবার।
ঘরোয়া ক্রিকেটের জমজমাট ও মর্যাদার ডিপিএলে এখন পর্যন্ত ২২ বার শিরোপা জিতেছে প্রভাবশালী ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারাত পারলেই তাদের ২৩তম শিরোপা জয় হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post