স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ বিরতি দিয়ে আজ থেকে আবারও মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। গ্রুপ পর্ব শেষ হয়েছে প্রায় সাড়ে তিন মাস আগে। এবার শুরু হচ্ছে নকআউট পর্ব। গত বছরের শেষদিকে কাতার বিশ্বকাপের কারণে মুলত বাঁধাগ্রস্ত হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের খেলা।
মঙ্গলবার পিএসজি-বায়ার্ন মিউনিখ হাইভোল্টেজ লড়াই দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই। পিএসজির মাঠ পার্ক দ্যা প্রিন্সেসে আজ রাত দুইটায় শুরু হবে প্রথম লেগের খেলা। একই সময়ে নামবে এসি মিলান। ঘরের মাঠে ইংলিশ প্রতিনিধি টটেনহ্যামকে আতিথ্য দেবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
এদিকে সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না পিএসজির। মার্সেইয়ের কাছে হেরে ফরাসি কাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর গত শনিবার লিগে মোনাকোর মাঠে ৩-১ গোলে হারে ক্রিস্তোফার গালতিয়ের দল। এই বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে তারা হেরেছে চার ম্যাচ।
অন্যদিকে দুর্নান্ত ফর্মে রয়েছে বায়ার্ন। বুন্দেসলিগায় আরেকটি শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে বাভারিয়ানরা। লিগে সবশেষ পাঁচ ম্যাচে হারে নি তারা। মুখোমুখি লড়াইয়ে ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে বায়ার্ন। এক ম্যাচে জয় পেয়েছে পিএসজি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post