নিজস্ব প্রতিবেদক:: আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের নবম আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছে সাত দল। আলোচিত-সমালোচিত বিপিএল দেখতে দেখতে পাড়ি দিয়েছে এক দশকেরও বেশি সময়।
যতটা উচ্ছ্বাস আর স্বপ্ন নিয়ে বিপিএলের পথচলা শুরু হয়েছিলো, তা বাধাগ্রস্ত হয়েছে। পথ হারিয়ে বিপিএল ধুঁকছে। ক্রিকেটার থেকে কর্মকর্তা, সাংবাদিক সবাই এখন সমালোচনা মুখর। অগোছালো আয়োজন, পেশাদারিত্ব না থাকায় দিন দিন বিপিএল হচ্ছে নিম্নমুখী।
ভালোমানের বিদেশী ক্রিকেটার না থাকা, ফ্র্যাঞ্চাইজিদের লাভের মুখ না দেখা, মরা উইকেটে বিনোদনের খেলায় বিনোদন থাকায় বিপিএল হারিয়েছে জৌলস। মেটাতে পারেনি সমর্থকদের প্রত্যাশা, ফ্র্যাঞ্চাইজিরাও করছেন টিকে থাকার লড়াই। আলোচিত-সমালোচিত বিপিএল তবুও শুরু হচ্ছে।
ডিআরএসের মতো প্রযুক্তি না থাকা, নিম্নমানের উইকেট, অতিরিক্ত টিকিটের দামের সাথে দলগুলোর পেশাদারিত্বের অভাব স্পষ্টই ফুটে উঠছে টুর্নামেন্ট শুরুর আগে। সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ দিয়ে আজ শুক্রবার মাঠে গড়াচ্ছে বিপিএল। দুপুর আড়াইটায় মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে উদ্বোধনী ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post