স্পোর্টস ডেস্কঃ ধর্মশালায় বাংলাদেশ-আফগানিস্তান লড়াইয়ে টস জিতেছেন সাকিব আল হাসান। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই ম্যাচে একাদশে আট ব্যাটার খেলাচ্ছে টাইগাররা। তিন পেসার- শরিফুল ইসলাম-তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমান আছেন।
দলে আছেন লিটন দাস ও তানজিদ হাসান। দুজনই স্বীকৃত ওপেনার। তিন পেসার হিসেবে খেলছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। সঙ্গে দুই স্পিনার—সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। আছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
বাংলাদেশের একাদশের বাইরে আছেন নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও তানজিম হাসান। অন্যদিকে আফগানদের একাদশে আছেন দুই পেসার নাভিন উল হক ও ফজলহক ফারুকি। সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার আজমাতউল্লাহ ওমরজাই। রশিদ খান, মুজিব উর রহমানের সঙ্গে স্পিনে আরও আছেন মোহাম্মদ নবি।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post