স্পোর্টস ডেস্ক:: ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আত্মঘাতী গোল করেছিলেন ডিফেন্ডার মেহদী হাসান। কোচ হাভিয়ের ক্যাবরেরা এই ডিফেন্ডারকে দল থেকেই বাদ দিয়েছেন। অস্ট্রেলিয়ার ম্যাচ শেষেই আজ বাংলাদেশ দল কাতার যাচ্ছে। লেবাননের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
কাতারের দোহার আল সাদ স্টেডিয়ামে ১১ জুন লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গত নভেম্বরে বাংলাদেশ হোম ম্যাচে লেবাননের বিপক্ষে ১-১ গোলের ‘ড্র’ করেছিলো।
বাংলাদেশ ৩২ জনের দল নিয়ে কাতার যাচ্ছে আজ সন্ধ্যায়। এর মধ্যে ২৩ জন ফুটবলার। তবে এই দলে নেই মেহদী হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ৩০তম মিনিটে আইদিন রুচতিচের শট তাঁর পায়ে লেগেই দিকবদল হয়ে গোলে ঢুকেছিল। নিজেদের গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচটি আর জিততে পারেনি।
কার্ড সমস্যার কারণে কোচ কাবরেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ জনের দলে রাখেননি বিশ্বনাথ ঘোষ ও মজিবর রহমান জনিকে। তবে লেবাননের বিপক্ষে দলে আছে তারা। যাচ্ছেন কাতারেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post