স্পোর্টস ডেস্কঃ চলতি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর এবার পাকিস্তানকেও হারিয়ে দিয়েছে আফগানিস্তান। সোমবার চেন্নাইয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে আফগানরা। আগে ব্যাট করে ২৮২ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাব দিতে নেমে আলো ছড়িয়েছেন রহমত শাহ, ইবরাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজরা।
১১৩ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলা ইবরাহিম জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। রান তাড়ায় গুরবাজকে নিয়ে আফগানিস্তানকে ভালো শুরু এনে দেন তিনি। পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে আফগানরা করে ৬০ রান। ৮ চারে ৫৪ বলে ইব্রাহিম স্পর্শ করেন পঞ্চাশ।
দ্বিতীয় উইকেটে রহমাত শাহর সঙ্গে ৬০ রানের আরেকটি চমৎকার জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান জাদরান। সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। হাসান আলির অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে ফেরেন এই ওপেনার। এরপর ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকিটা সারেন রহমাত ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।
ম্যাচ সেরার পুরস্কার জাদরান উৎসর্গ করেছেন আফগানিস্তানের শরণার্থীদের উদ্দেশ্যে। তিনি বলেন, ‘আমি আমার এই পুরস্কার সেই শরণার্থীদের উৎসর্গ করতে চাই যাদের পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরত যেতে হয়েছে। এমন মঞ্চে পারফর্ম করতে পেরে আমি সত্যিই বেশ আনন্দিত। আমি চেষ্টা করছিলাম ইতিবাচক ইন্টেন্ট নিয়ে খেলতে। গুরবাজ এবং আমি বহুবারই ভালো জুটি গড়েছি। আমরা একসাথে অনেক ক্রিকেট খেলেছি অনুর্ধ্ব-১৬ পর্যায় থেকে শুরু করে। আমি আমার জন্য এবং দেশের জন্য বেশ খুশি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post