স্পোর্টস ডেস্ক:: সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর নাসুম আহমদের জন্য জাতীয দলের দরজা উন্মুক্ত হয়। সংযুক্ত আরব-আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওযানডে সিরিজের দলে সুযোগ পান সিলেটের এই বাঁহাতি স্পিনার। গত বছর ওয়ানডে বিশ্বকাপে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি।
বিশ্বকাপ চলাকালে কোচের শারীরিক নির্যাতনের শিকার হয়ে দল থেকে বাদ পড়েন নাসুম। এরপর হাথুরুসিংহে থাকা অবস্থায় আর দলে ফেরার সুযেগ পাননি। লঙ্কান কোচের বিদায়ের পরপরই ওয়ানডে দলে ফিরেছেন তিনি। এক দিন বাদেই সিরিজ শুরু। তবে এখনো দুবাইয়ের ভিসা পাননি নাসুম আহমদ। তার মতো একই অবস্থা নাহিদ রানারও। তিনিও ভিসা পাননি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল সূত্র একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। স্পিনার নাসুম আহমদ ও পেসার নাহিদ রানা দু’জনেই ঢাকাতে অবস্থান করছেন। দুবাইয়ের ভিসার অপেক্ষায় আছেন তারা। ভিসা পেলেই রওয়ানা হবে দুবাইয়ে।
ক্রিকেট বোর্ডের ওই সূত্র জানিয়েছে, আজকের মধ্যেই ভিসা পেয়ে যাবেন নাসুম ও রানা। দলের বাকী সদস্যরা ইতিমধ্যে সংযুক্ত আরব-আমিরাতে পৌঁছেছেন। ভিসা পেলেই এই দুই ক্রিকেটারও দলের সঙ্গ যোগ দেবেন। আফগানিস্তান সংযুক্ত আরব-আমিরাতকে হোম ভেন্যু বানিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলছে।
সিরিজের প্রথম ম্যাচটি আগামি ৬ নভেম্বর অনুষ্টিত হবে। ৯ নভেম্বর দ্বিতীয় এক দিনের ম্যাচ ও ১২ নভেম্বর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্টিত হবে। এই সিরিজ শেষ করেই বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবিয়ান সফরে বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। তিন ম্যাচের ওয়ানডে, টি-২০’র পর টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এরপরই দল দেশে ফিরে আসবে।
বিসিবির নির্বাচকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওযানডে সিরিজের জন্য দল দিয়েছেন। এখনো ওয়েস্ট ইন্ডিজ সফরের দল দেননি। আরব-আমিরাতে এই সিরিজ শেষেই ক্যারিবিয়ান সফরের দল ঘোষণা করা হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০