স্পোর্টস ডেস্কঃ গত জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ জেতে আফগানরা। আর এই সিরিজে হারের দায় পুরোটা তামিম ইকবালের বলে জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার দেশীয় একটি টিভি চ্যানেলে প্রকাশিত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
সাকিব বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনের দায় বলব-অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই ফিরে এসেছি, কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং এটা আর কারও দায় না, পুরো সিরিজটার “ব্লেম” একজনের ওপর।’
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে নিজের ফিটনেস নিয়ে মিডিয়ায় কথা বলেছিলেন তামিম। শতভাগ ফিট না থেকেও ম্যাচ খেলার কথা বলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যা নিয়ে চান্ডিকা হাথুরুসিংহের প্রশ্নের মুখে পড়তে হয় নাজমুল হাসান পাপনকে।
বোর্ড সভাপতি এসব মিডিয়াতে বলায় পরিস্থিতি আরও বিগড়ে যায়। ফলে প্রথম ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম। পরের দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন লিটন দাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post